যেভাবে ঘরে বসে আয় করতে পারবে মেয়েরা


যেভাবে ঘরে বসে আয় করতে পারবে মেয়েরা এই সম্পর্কে বিস্তারিত তোরে ধরবো আজকের এই আর্টিকেলে। এমন কিছু কথা বলবো যেগুলো শুনে ঘরে বসে মেয়েরা ইনকাম করতে পারবে। 

যেভাবে ঘরে বসে  আয় করতে পারবে মেয়েরা

এমন কিছু উপায় নিয়ে কথা বলব যেগুলো করে মেয়েরা ঘরে বসে ইনকাম করতে পারবে।মেয়েরা ঘরের কাজ করার পরেও তাদের অনেকটা সময় হাতে থাকে।যে সময়টা  কাজে লাগিয়ে তারা বাড়তি কিছু ইনকাম করতে পারবে। এতে পরিবারের সচ্ছলতা বাড়বে এবং সামাজিক মর্যাদা ও বাড়বে।

পেইজ সূচিপএঃমেয়েদের ঘরে বসে আয় করার উপায়

    মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

    মেয়েদের ঘরে বসে আয় করা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হব। কারণ এখন আমি আলোচনা করব যেভাবে ঘরে বসে আয় করতে পারবে মেয়েরা সেই সম্পর্কে। 

    মেয়েদের ঘড়ির কাজ কর তাদের হাতে অনেকটা সময় থাকে। আর সেই অবসর সময়টাকে কাজে লাগিয়ে মেয়েরা চাইলে ঘরে বসে ইনকাম করতে পার্রা

    মেয়েদের ঘরে বসে মোবাইল দিয়ে আয় করার ১০টি উপায়

    এখন বর্তমান যুগে ছেলে মেয়ে সবাই ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারে। আমরা হাতে থাকায় স্মার্টফোন দিয়ে কত কিছুই না দেখি অযথা সময় নষ্ট হয় আজ পর্যন্ত কি এটা ওটা দেখে কখনো ইনকাম করতে পেরেছেন।

    আপনাদের মতনই অনেক ছেলে মেয়ে আছে যারা ঘরে বসে প্রতিদিন ৩০০-৪০০ টাকা ইনকাম করতে পারে। অনেকে আছেন যারা ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে চান কিন্তু সঠিক কোন গাইডলাইন খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য আমার আজকের এই আর্টিকেলটি। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক যেভাবে ঘরে বসে আয় করতে পারবে মেয়েরা।
    • ইউটিউব 
    • আর্টিকেল রাইটিং
    • ডাটা এন্ট্রি
    • অনলাইনে পণ্য বিক্রি করে আয়
    • জরিপ সার্ভে করে আয়
    • রান্নার ভিডিও তৈরি করে আয়
    • ফ্রিল্যান্সিং করে আয়

    ইউটিউব

    ইউটিউব এখন মেয়েদের আয়ের সেরা উপায়।এটি মেয়েদের অত্যান্ত উপযোগী। কারন আপনি কি রান্না করেছেন তার উপর ভিওি করে আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন বা আপনি নতুন নতুন রান্নার রেসিপি বানিয়ে ভিডিও করতে পারেন।  আপনি নতুন নতুন  রান্নার ভিডিও তৈরি করে ইউটোব থেকে আয় করতে পারবেন।

    এখানে শুধু একটি বিষয়ে কথা বলছি হাজার হাজার সামগ্রী রয়েছে আপনি সেই বিষয়বস্ত খুজে নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনার নিজের মত করে  শিক্ষাগত কৌতুক অবিনেতা বা মিউজিক ভিডিও বা নাটক বা কাটন তৈরি করেও আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন। এই ক্ষেএে ইউটিউবের ট্রাস এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে দেখে নিবেন।

    আর্টিকেল রাইটি

    বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যারা কন্টেন্ট রাইটার হায়ার করে।আপনি বাংলা বা ইংরেজি লেখা লেখি করে ঘরে বসে আয় করতে পারেন। তবে কন্টেন্ট রাইটার হিসেবে আয় করতে চাইলে আপনাকে ২ থেকে তিন মাস প্রেকটিস করতে হবে।

    আর্টিকেল রাইটিং
     প্রচুর ব্লগ কন্টেন্ট পরতে হবে। তবে আপনাকে বুঝতে হবে কিভাবে লেখাটি উপস্থাপনা কর  হয়েছে। আপনার লেখার মান যত বেশি ভালো হবে তত বেশি কাজ পাবেন। আর্টিকেল লেখার সময় এমন ভাবে লিখতে হবে দেখতে পুরো বইয়ের মত লাগে। এবং পাঠকরা পড়তে যাতে আকৃষ্টিত হয়।  

      ডাটা এন্ট্রি

     ডাটা এন্ট্রি সাধারণ কাজ যা প্রাথমিক কম্পিউটার এবং দ্রুত এবং নির্ভুল টাইপিং দক্ষতা তাকলেই আপনি করতে পারবেন। সাধারণ ডাটা এন্ট্রির কাজে ক্লায়েন্টদের জন্য ডাটা দ্রুত এবং নির্ভুল টাইপিং করা খুব জরুরি।

     অনেক নারীরা ডাটা এন্ট্রির কাজ করে আয় করেছে। আপনি ও এই বিষয়ে দক্ষ হয়ে ডাটা এন্ট্রির মাধ্যমে আয় করতে পারবেন। 

    অনলাইনে পন্য বিক্রি করে আয়

    অনলাইনে পন্য বিক্রিয়ের মাধ্যমে ও নারীরা ঘরে বসে আয় করতে পারে।আপনি অন্য সরবরাহকারীর কাছ থেকে সুলভ মূল্যে আরও কিছু সংখ্যক পণ্য কিনতে পারেন এবং এগুলি আরও বেশি দামে পুনরায় বিক্রয় করতে পারেন। অনেক ফেজবুক পেইজে নারীদের বিভিন্ন প্রসাধনী ও পোসাাক বিক্রি করে থাকে।

    আবার তারা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস ও বিক্রি করে যেমন :জুতা, ব্যাগ,   রান্নার কাজে ব্যবহিত  জিনিস  কসমেটিকস ইত্যাদি আপনিও চাইলে এই ধরনের কাজ করে আয় করতে পারেন।

     জরিপ / সার্ভে করে আয়

    অনলাইনে  অনেক সার্ভে কোম্পানি, ওয়েবসাইট আছে।বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনি রিওয়ার্ড পয়েন্ট অথবা সরাসরি উপার্জন করতে পারেন। প্রতিটি  জরিপে ১ডলারে থেকে শুরু করে ৫ ডলার উপার্জন করা যায়। প্রতি জরিপে সর্বোচ্চ ২০ ডলার পর্যন্ত উপার্জন করা যায়।


    ভিবিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আপনার মতামত ও ব্যবসা প্রোডাক্ট সম্বন্ধে তথ্য জানতে চাইবে।তার যথাযত উওর ও আপনার থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করে তারা নিজেরা উপকৃত হয়।তাদের মার্রকেটপ্লেস সমৃদ্ধ হয়।এই কাজ বাংলাদেশের থেকে করা ঝামেলা হলেও আপনি এটি করে উপার্জন করতে পারেন। 

    রান্নার ভিডিও তৈরি করে আয়

    অনেক মেয়েরা আছেন যারা রান্না করতে খুব পছন্দ করে। আবার অনেকেই আছেন যে একেবারেই রান্না করতে পারে না। তাই তারা ইউটিউবে ফেসবুকে বা ইন্টারনেটে ভিডিও দেখে রান্নাবান্না শিখে, আপনি যদি একজন ভালো রাঁধুনি হয়ে থাকেন বা এমন আনকমন কিছু রান্না করতে পারেন।

    তাহলে আপনি সেই সব রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন। ওখান থেকে যারা যারা আপনার ভিডিও দেখে রান্না করবে সেখান থেকে আপনি বেনিফিট অনুযায়ী টাকা পাবেন। 

    রান্নার ভিডিও তৈরি করে আয় আপনি চাইলে আপনার রান্নার ভিডিও বানিয়ে রেকর্ড করে রেখে এসে ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউব এ আপলোড করতে পারেন। আপনার ভিডিওগুলো যত মানুষ দেখবেন যত বিউ হবে তত আপনার ইনকাম হবে। 

    ফ্রিল্যান্সিং করে আয়

    বর্তমানে অনলাইনে ঘরে বসে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হল ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে সঠিক গাইডলাইন জেনে থাকেন তাহলে বা  ফ্রিল্যান্সিং করার জন্য মন-মানসিকতা বা ইচ্ছাশক্তি কিংবা ধৈর্য থাকে তাহলে  আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে সক্ষম হবেন।  

    অর্ডিনারি আইটি থেকে ফ্রিল্যান্সিং শিখে একজন ডিজিটাল মার্কেটার হয়েছে।  আপনি চাইলে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখেন একজন ডিজিটাল মার্কেটের হতে পারেন। 

    শেষ কথা 

    যেভাবে ঘরে বসে আয় করতে সে বিষয়ে ১০টি তথ্য তুলে ধরেছি, এই৭ কি উপায় আমি আমার বাস্তব জীবন থেকে তুলে ধরেছি। আমি দেখেছি অনেক মেয়েরা ঘরে বসে মেয়েরা এইসব কাজ করে ইনকাম করতেছে। অনেক মেয়ে আছে যারা সংসারের কাজ করে যে সময়টুকু থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে তারা এসব কাজ করে ইনকাম করে।  এবং ওই কাজটাকে তারা পার্টটাইম হিসেবে ধরে নিয়েছে।

    আপনি যদি ঘরে বসে ইনকাম করে আপনার সংসারে হাল ধরতে চান তাহলে এই কাজগুলো করতে পারেন।  তাহলে দেখবেন আপনার সংসারটা সুন্দর ও গুছানো হবে। স্পেশাল মিডিয়া অযথা সময় নষ্ট না করে দৈনন্দিন জীবনে এ কাজগুলো করে ইনকাম করতে পারেন। 


    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    সিপা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন