চুলের যত্নে সরিষা তেলের উপকারিতা
চুলের যত্নে সরিষার তেল সবচেয়ে বেশি উপকারী। সরিষার তেল আপনি নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের অনেক সমস্যা দ্রুত দূর হয়ে যায়। তবে অনেকেই চুলের যত্নে সরিষার তেলের উপকার সম্পর্কে জানে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে চুলের যত্নে সরিষার তেল ব্যবহার করবেন।
ভালো রাখার জন্য আরেকটি উপায় হল হট ওয়েল ট্রিটমেন্ট। অল্প একটু সরিষার তেল একটু হালকা গরম করুন ত্বক এবং চুলে আলতো ভাবে মেসেজ করুন। প্রায় আদ ঘন্টা পর পর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন। এটি চুলের ট্রিটমেন্ট রক্ত সঞ্চয়তা বাড়াতে পারে। এবং চুলকে গভীরভাবে পুষ্ট করতে পারে। এবং চুল কালো মজবুত হয় চুল পড়া রোধ হয়।পোস্ট সূচীপত্রঃ চুলের যত্নে সরিষার তেলের উপকারিতা
- চুলের যত্নে সরিষার তেলের উপকারিতা
- চুলের যত্নে সরিষার তেলের ব্যবহার
- সরিষার তেল চুলের জন্য স্বাস্থ্য উপকারিতা
- লেখক এর শেষ কথাঃ চুলের যত্নে সরিষা তেলের উপকারিতা নিয়ে আমার কিছু মতামত
চুলের যত্নে সরিষার তেলের উপকারিতা
সরিষার তেল যে শুধু আমাদের রান্নার কাজে লাগে এমনটা কিন্তু না ঠান্ডার চিকিৎসা, ত্বক মসূণ, শরীরের বিভিন্ন ইউনিট বাড়ানো সহ চুলের জন্য বিভিন্ন উপকারী। লম্বা চুল দেখতে কার না ভালো লাগে আর যদি সেটা আপনার নিজের হয়ে থাকে তাহলে তো আর কোন কথাই নেই।
দৈনন্দিক জীবনে আমাদের অনেকেরই অনেক সমস্যার কারণে চুল জট ও রুক্ষ হয়ে যায়। আর যার কারণে আমরা অনেকেই অনেক টেনশন করি এবং সমাধানের জন্য অনেক কিছু করি। আমরা হয়তো অনেকেই জানি না যে কাঠি সরিষার তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী।
সরিষার তেলে অনেক উপাদান থাকে যে উপাদান গুলো চুলকে করে তুলেও মসূণ ও
স্বাস্থ্যজ্জল এবং সুন্দর করে তুলে। আজকের এই পুরো পোস্ট জুড়ে আমি
সরিষার তেলের গুনাগুন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
চুলের যত্নের সরিষার তেলের ব্যবহার
সরিষার তেল চুলের জন্য স্বাস্থ্য উপকারিতা
- হাইড্রেট এবং কন্ডিশন চুল
- চুল শুষ্ক এবং ভাঙ্গা হয়ে গেছে তাহলে সরিষা তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলকে মজবুত করে এবং চুলের গভীর হাইড্রেশন প্রদান করে। এবং চুলের আদ্রতা লক করতে এবং চুলকে নরম চকচকে করতে সাহায্য করে সরিষার তেল।
- খুশকির বিরুদ্ধে লড়াই করে সরিষার তেল
- অনেকেরই মাতার মাঝে খুশকি সমস্যা থাকে। সরিষা তেল আপনার মাতার ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে। সরিষা তেলের এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি- সৃষ্টিকারী ছত্রাক কে দূর করতে সহযোগিতা করে। সরিষার তেল গু গোসলের আগে মাথার ত্বকে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন এতে আপনার চুলের উল্লেখযোগ্য ভাবে পুচকি কমাতে পারে।
- চুলকে শক্তিশালী করে
- সরিষা তেলে আছে ফ্যাটি অ্যাসিড, ভিটাবেন এবং খনিজগো যা আপনার চুলকে শিকড় থেকে শক্তিশালী করে তুলে। সরিষার তেল মাথার ত্বকের গভীরে প্রবেশ করে, চুল কি শক্তিশালী করে তুলে। নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে চুল ভাঙ্গা পড়বে না। চুল কালো এবং মজবুত হবে চুল পড়া রোধ হবে।
সিপা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন