অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা
আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
আপনি কি কম বাজেটে ব্যবসা করতে চাচ্ছেন? তাহলে কম বাজেটেও ব্যবসা শুরু করা যায়।
চলুন তাহলে এখন জানি কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করবেন।
আজকে আমি আলোচনা করব কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করবেন। এবং তার কিছু
আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব
পেইজ সূচিপত্রঃ অল্প পুঁজিতে ব্যবসা
অল্প পুঁজিতে ব্যবসা
আমরা অনেকে মনে করি অল্প পুঁজিতে কি ব্যবসা করা যায়। ওটা ভেবে অনেকে ব্যবসা
শুরু করতে চাই না। মনে রাখবেন অল্প টাকায় ও ব্যবসা শুরু করা যায়। তার জন্য আপনাকে
প্রচুর ইচ্ছা শক্তি থাকা দরকার যে না আমি এই কাজটা করলে সফল হতে পারব। সফলতা
কাউকে বলে আসে না।
আপনি যখন কম টাকায় ব্যবসা শুরু করবেন এমন তো নয় যে আপনার ব্যবসা সবসময় ছোট থাকবে।
যদি ভাগ্যে থাকে তাহলে আপনি একদিন ছোট ব্যবসায়ী থেকে একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে
উটতে পারবেন।
অল্প পুঁজিতে ১০টি লাভজনক ছোট ব্যবসা
অল্প পুঁজিতে ১০টি লাভজনক ছোট ব্যবসার আইডিয়া একন আপনাদের দেওয়ার চেষ্টা
করব চলুন তাহলে যেনে নেই কি সেই ১০টি আইডিয়া যেগুলো দিয়ে আপনি অনেক কম টাকায়
ব্যবসা শুরু করতে পারবেন।
কফি শপ
আপনি হয়তো জানেন না আমাদের দেশে কফির জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে। আপনি
যখনি গুরতে যান বা মিটিং এ জান এবং লং জার্নিতে ক্লান্ত বোধ করেন সেক্ষেএেই কফি
খুব জনপ্রিয়। কফি সারা বিশ্বেই জনপ্রিয়। এমত অবস্তা কফি শপ একটি উপযুক্ত ব্যবসার
আইডিয়া।
আপনি কফি শপের জন্য একটি উপযুক্ত সময় বের করুন যেখানে আপনার কোনো
প্রতিদ্বন্দ্বী নেই যেমন, পার্ক, অপিস, হসপিটাল, বা কোনো আবাসিক এলাকার পাসে,
শপিং মলের ভেতর, কলেজ বা বিশ্ববিদ্যাল্যের কাছে। আপনি চাইলে ওইসব জায়গাগুলুকে
টার্গেট করে অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন।
খেলনার দোকান
খেলনার দোকান মোটামুটি একটি লাভজনক ব্যবসা। আপনারা হয়তো জানেননা ২০১০ সালের
আগে আমাদের বাংলাদেশে কোনো খেলনার শিল্প চিল না। খেলনাগুলো ভেশীরভাগ চীন থেকে
আসত। চীন দেশের মানুষেরা কম খরচে অনেক খেলনা তেরি করতে পারে।
এখন আমাদের দেশেই অনেক দরণের খেলনা তেরি হয় এবং বর্তমানে এই শিল্পী স্থানীয়
বাজারের একটি বড় অংশ জুরে রয়েছে। আপনার যেহেতু বাজেট কম, তাই আপনি পাইকারি দোকান
থেকে খেলনা কিনতে পারেন কারণ ওকানে কম টাকায় খেলনা পাওয়া যায়।
কসমেটিক্স শপ
আমরা এটা অবশ্যই জানি যে মেয়েরা কসমেটিক পছন্দ করে, বিশেষ করে শহরের
মেয়েরা। আপনি যদি আপনার নির্ধারিত গ্রাহকদের ভালোভাবে চিহ্নিত করতে
পারেন, তাহলে আপনি একটি ভালো মানের মুনাফা পেতে পারেন। সেজন্য বলছি এই
কসমেটিক্স ব্যবসার আইডিয়াটা খুব জনপ্রিয়, বিশেষ করে মেয়েদের কাছে
এটা খুব জনপ্রিয়।
এই ব্যবসাটি শুরু করতে আপনার বেশি পরিমাণে টাকার প্রয়োজন নেই, শুধু
একটা ভালো কোম্পানি থেকে মানসম্পন্ন কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী কিনুন,
এবং সেগুলো আপনার নির্ধারিত পাঠকদের কাছে বিক্রি করার চেষ্টা করুন।
প্রসাধনী সামগ্রীগুলো বেশ সংবেদনশীল জিনিস কারণ মেয়েরা সেগুলো তাদের ত্বক, চুল
এবং ঠোঁটে প্রয়োগ করে। তাই এর মান একটি প্রধান বাধ্যতামূলক
বিষয়। আপনি স্থানীয় বা আন্তর্জাতিক উভয় ধরনের ব্র্যান্ডই কিনতে
পারেন। অবশ্যই আন্তজাতিক ব্র্যন্ডগুলো জন্য খরচ বেশি পড়বে
কিন্তু কবরের মেয়েদের কাছে এর চাহিদা বেশি।
আপনি চাইলে আপনার ব্যবসাটি অনলাইনেও শুরু করতে পারেন। আপনি একটি
ফেসবুক পেজ খুলেই আপনার পণ্যগুলো বিক্রি করতে পারবেন, পোস্ট এবং মেসেঞ্জারের
মাধ্যমে আপনার পাঠকদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন,
সবচেয়ে ভালো হয় যদি আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন তাহলে
আপনার ছবিতে অসুবিধা গুলো আপনার পাঠকদের কাছে বর্ণনা করতে পারবেন তার ওপর ভিত্তি
করে পাঠক আপনার মন্তব্য এবং পণ্যের জন্য অর্ডার করবে।
তাজা তাজা কাঁচামালের ব্যবসা
তাজা তাজা কাঁচামালের ব্যবসা অল্প পুঁজির হিসেবে এই ব্যবসাটি বেছে নিতে
পারেন। এই ব্যবসাটি অনেক আমকমন। এই ব্যবসায় কম্পিটিশন খুবই কম।
তাই এই ব্যবসাটি করলে আপনি খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন। কেননা
বর্তমানের মানুষ তাজা তাজা শাকসবজি খেতে খুব পছন্দ করে। তাই আপনি এই
সুযোগটাকে কাজে লাগিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন।
- তাজা তাজা কাঁচামালের ব্যবসা করার নিয়ম
- সর্বপ্রথম আপনি শহরের প্রত্যেকটা অলিগলি টার্গেট করবেন
- তারপর পাঠকদের সাথে সরাসরি কথা বলবেন
- তারপর তাদের চাহিদা অনুযায়ী গ্রাম থেকে তাজা তাজা শাক-সবজি সংগ্রহ করবেন
- তারপর খুব সহজেই এগুলোকে বিক্রি করবেন
এই ব্যবসাটি আপনি অল্প পুঁজিতেই শুরু করতে পারবেন। তাহলে আর দেরি না করে
শুরু করে দেন তাজা তাজা কাঁচামালের ব্যবসা আর সফলতা খুব দ্রুত আসবে।
অনলাইনে শপিং ওয়েবসাইট বানিয়ে ব্যবসা
আপনি হয়তো এটা জানেন যে আজকাল বেশিরভাগ মানুষই অনলাইন ওয়েবসাইটে গিয়ে জিনিস
কেনা কাটা করতে খুব পছন্দ করে। কারণ অনলাইন শপিং ওয়েবসাইটে কম করচে
ভালো জিনিস পাওয়া যায় এবং সেই জিনিস লোকেরা ঘরে বসেই পেয়ে যায়। যদি
আপনি অনলাইনে ব্যবসাটি ধরে রাখতে পারেন তাহলে আপনি খুব কম সময়ে অনেক টাকা ইনকাম
করতে পারবেন।
তাই, আপনি যদি অল্প পুজিতে লাভজনক ব্যবসা করতে চান, তাহলে অনলাইন
Shopping Store বা Shopping websait বানাতে পারেন। শপিং
ওয়েবসাইট বানাতে আপনার বেশি করা হবে না। আপনি কোন ওয়েবসাইটের
ডেভলপারকে দিয়ে ১০ হাজারের একটি শপিং সেন্টার বানিয়ে নিতে পারবেন।
তাছাড়া, আপনি নিজেও ব্লগারের মাধ্যমে একটি ফ্রি শপিং ওয়েবসাইট বানিয়ে
নিতে পারবেন। ব্লগার ওয়েবসাইট বানানো খুব সহজ আপনি গুগলে গিয়ে ব্লগার
লিখে সার্চ দিবেন ওখান থেকে আপনি ব্লগার ওয়েবসাইট খুলতে পারবেন। না হলে আপনি ইউটিউবে গিয়ে ভিডিও দেখে শিখতে
পারবেন।
আপনি অনলাইন শপিং ওয়েবসাইট বানানোর আগে আপনার প্রোডাক্ট এর ব্যাপারে
ভাবতে হবে। আপনি অনলাইনে কি কি বিক্রি করতে চান তা আগে ভাবতে হবে। আপনি
এতটুকু মনে রাখবেন, যে আপনি কি সামগ্রী নিয়ে ব্যবসা করবেন তার চাহিদা
থাকতে হবে এবং যে সামগ্রীতে লাভ থাকতে হবে।
ইউটিউব চ্যানেল দ্বারা অনলাইন business
যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে youtube চ্যানেল বানিয়ে একটি ভালো
বিজনেস হিসেবে চলতে পারবেন। এটি ব্লগের মতনই আপনি youtube চ্যানেল খুলতে
পারবেন। ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করে আপনি ঘরে বসে অনলাইনে
ইনকাম করতে পারবেন।
গ্রামে অল্প পুঁজির ব্যবসা হল মাছ চাষ করা
মাছ আমাদের সকলেরই প্রিয়। মাছের চাহিদা অনেক বেশি। আর মাছের চাহিদা
জীবনেও কমবে না। অতএব আপনি অল্প পুঁজি কাটিয়ে মাছ চাষের ব্যবসা শুরু করতে
পারেন। এই ব্যবসা করতে গেলে বেশি পুঁজি লাগে না অল্প করেছে ব্যবসা করা
যায়। অল্প পুজিতে লাভজনক ব্যবসা করতে পারবেন।
- এ ব্যবসা করার নিয়ম-
- মাছ চাষের ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই সর্বপ্রথম মাছ চাষের ব্যাপারে ভালো আইডিয়া নিতে হবে।
- তার অভিজ্ঞতা আছে তার কাছ থেকে টেনিং নিতে হবে। নয়তো আপনার লস হওয়ার সম্ভাবনা আছে।
- আপনি পরিপূর্ণ অভিজ্ঞত হওয়ার পর মাছ চাষ শুরু করবেন।
- বড় পুকুর দেখে মাছ চাষ করতে পারেন। নয়তো বাড়ির ছাদে অথবা বাড়ির আশেপাশে বড় কোন জায়গাতে গর্ত করে পুকুর বানিয়ে সিস্টেম করে মাছ চাষ করতে পারেন।
- যে মাছের চাহিদা বেশি সেই মাছ চাষ করার চেষ্টা করবেন
উপরের এইগুলো ফলো করে আপনি মাছ চাষ করা শুরু করলে সফলতা লাভ করতে
পারবেন। এবং অল্প পুজিতে লাভজনক ব্যবসা করতে পারবেন।
অল্প টাকায় কি ব্যবসা করা যায়
অল্প টাকায় কি ব্যবসা করা যায় অবশ্যই, চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি
বিষয়ে অল্প টাকায় ব্যবসা করা যায় যেমন-
- চায়ের দোকান
- ঘরে খাবার তৈরি করে বিক্রি করা
- কফি শপ তৈরি করে ব্যবসা করা
- নির্দিষ্ট কোন পণ্য নিয়ে ব্যবসা
অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করা ইত্যাদি আরো নানান রকম ব্যবসা করা
যায়। আরো বিস্তারিত জানতে এই পুরো পোস্টটি আরেকবার পড়ুন।
শেষ কথা
প্রিয় গ্রাহক আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে অল্প বুঝিতে লাভজনক
ব্যবসা করবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে কিভাবে কম টাকায় ব্যবসা শুরু
করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছি।
যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ
করবেন।
সিপা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন